ট্রাক লাগবে চ্যাম্পিয়ন্সঃ মোঃ ইউসুফ
- On April 8, 2019
ট্রাক লাগবে নেটওয়ার্কের একজন একনিষ্ঠ সদস্য মোঃ ইউসুফ ভাই। বর্তমানে উনি ২টি ট্রাক অপারেট করছেন। ট্রাক দুটির একটি ১ টন ৭ ফিট এবং অন্য ট্রাকটি ১ টন ৯ ফিটের। গত মাসে এই দুটি ট্রাক দিয়ে ইউসুফ ভাই ৩০ টি ট্রিপ সফলভাবে সম্পন্ন করেছেন।