ট্রাক লাগবে চ্যাম্পিয়ন্সঃ ফজলুল হক জনি
- On April 8, 2019
ট্রাক লাগবে’র অন্যতম একজন ব্যবহারকারি হিসেবে অনেকদিন ধরেই কাজ করছেন ফজলুল হক জনি। তিনি তার প্রতিষ্ঠান ‘তাসনিম মনি কার্গো সার্ভিস’ থেকে আমাদের অ্যাপের মাধ্যমে সফলতার সাথে যেমন বড় বড় কর্পোরেট হাউজগুলোকে সার্ভিস দিচ্ছেন তেমনি আর্থিকভাবেও হচ্ছেন বেশ লাভবান।