• হোম
  • ট্রাক অপারেটর
  • ব্লগ
  • যোগাযোগ
  • বাংলাবাংলা
    • বাংলাবাংলা
    • EnglishEnglish
  • হোম
  • ট্রাক অপারেটর
  • ব্লগ
  • যোগাযোগ
  • বাংলাবাংলা
    • বাংলাবাংলা
    • EnglishEnglish

“ট্রাক লাগবে” ওনার অ্যাপে ট্রিপ ধরতে যে ৩টি ফিচার সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন

  • On March 29, 2020

আপনি যখন একটি কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে সবকিছু ভালোভাবে জেনে নিবেন তখন কাজটি বেশ সহজ হয়ে যায়। বিশেষ করে যেকোনো ব্যবসার ক্ষেত্রে এ কথা আরও বেশী প্রযোজ্য। তাই আপনি যদি পরিবহণ ব্যবসার সাথে কোন না কোন ভাবে যুক্ত থাকেন আর এক্ষেত্রে “ট্রাক লাগবে” ওনার অ্যাপ ব্যবহার করেন তাহলে এই অ্যাপ সম্পর্কে ভাল ধারণা রাখা আপনার জন্য অতি জরুরী।  

 

অপরদিকে আপনাদের সুবিধার কথা বিবেচনা করে “ট্রাক লাগবে” ওনার অ্যাপ নিয়মিত আপডেট করা হয়। সুতরাং ব্যবসার চাকা সচল রাখতে আপনার জেনে রাখা দরকার যে “ট্রাক লাগবে” অ্যাপে কখন কি ধরনের নতুন ফিচার এবং সুবিধা আসছে। চলুন এরকম ৩টি নতুন গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নেই যা “ট্রাক লাগবে” ওনার অ্যাপে ট্রিপ ধরার পূর্বে জেনে নেওয়া জরুরী-

 

১।   বিডিং এর নির্ধারিত সময়  (১-২ টন পিকআপ এর জন্য)  

 

লোড-আনলোড পয়েন্টের উপর ভিত্তি করে ১ থেকে ২ টন পিকআপের জন্য বিডিংএর নির্ধারিত সময় নিম্নরূপঃ 

 

 

  • ঢাকা সিটি থেকে ঢাকা সিটির ভিতরের ট্রিপঃ

 

যেই ট্রিপগুলির লোডপয়েন্ট এবং আনলোড পয়েন্ট দুটোই ঢাকা সিটির ভিতরে সেই ট্রিপ গুলির ক্ষেত্রে বিড করার জন্যে ২০ মিনিট সময় পাবেন । ২০ মিনিট সময় পার হয়ে গেলে সেই ট্রিপে আর বিড করা যাবে না। এরপর পণ্যপ্রেরক আরো ১০ মিনিট সময় পাবেন বিড গ্রহণ করার জন্য। অর্থাৎ ৩০ মিনিট সময়ের মধ্যে আপনি নিশ্চিত ভাবে জানতে পারছেন আপনি এই ট্রিপটি পাচ্ছেন কিনা।

 

  •  ঢাকা সিটি থেকে ঢাকা সিটির বাইরের ট্রিপঃ 

 

লোড পয়েন্ট ঢাকা সিটির ভিতরে এবং আনলোড পয়েন্ট ঢাকা সিটির বাইরে এ ধরনের ট্রিপের ক্ষেত্রেও ঠিক একইভাবে বিড করার জন্য সময় ২০ মিনিট থাকবে এবং পণ্যপ্রেরক বিড গ্রহণ করার জন্য ১০ মিনিট সময় পাবেন । যথারীতি মাত্র ৩০ মিনিট সময়ে জেনে যাবেন আপনি ট্রিপটি পাচ্ছেন কিনা।  

 

  •  ঢাকা সিটির বাইরে থেকে ঢাকা সিটির বাইরের ট্রিপঃ 

 

যেই ট্রিপ গুলির লোড পয়েন্ট এবং আনলোড পয়েন্ট দুটোই  ঢাকা সিটির বাইরে সেই ট্রিপ গুলির ক্ষেত্রে বিড করার জন্য সময় পাবেন ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা । এরপর পণ্যপ্রেরক আগের মতই  ১০ মিনিট সময় পাবেন আপনার দেওয়া ভাড়া গ্রহণ করার জন্য। তাই মোট ১ ঘন্টা ১০ মিনিট এর মধ্যে জানতে পারছেন আপনি ট্রিপটি পাবেন কিনা। 

 

Truck lagbe trip biding time

 

২।   নির্দিষ্ট রেটের ট্রিপ

 

“ট্রাক লাগবে” ওনার অ্যাপে দুই ধরনের ট্রিপ রয়েছে। এগুলো হলোঃ 

 

  •  বিডিং ট্রিপঃ  যেই ট্রিপে বিড করে ভাড়া জানাতে হয় এবুং পণ্যপ্রেরক আপনার বিড গ্রহণ করলে আপনি ট্রিপটি পেয়ে যাবেন।

 

  •  নির্দিষ্ট রেটের ট্রিপঃ  এ ধরনের ট্রিপে আগে থেকে ভাড়া জানিয়ে দেওয়া থাকে। আপনি সরাসরি ট্রিপটি গ্রহণ করলেই তা পেয়ে যাবেন।

 

নির্দিষ্ট রেটের ট্রিপের ক্ষেত্রে অনেকেই একটা বিষয়ে ভুল করে থাকেন। আর তা হচ্ছে ট্রিপের সময়। অনেকে মনে করেন নির্দিষ্ট রেটের ট্রিপ সবসময় এখনই বা  immediate হয়ে থাকে। কিন্তু ধারণাটি ভুল। মনে রাখবেন নির্দিষ্ট রেটের ট্রিপ এখন এই মূহুর্তের জন্য হতে পারে অথবা পরবর্তী অন্য কোনো সময়ের জন্যও হতে পারে। 

 

সুতরাং এমন ট্রিপও আপনি পাবেন যেটা হয়তো আগামীকালকের জন্য কিন্তু সেখানে আগে থেকেই ভাড়া জানানো আছে। এ ধরনের ট্রিপ সরাসরি গ্রহণ করবেন এবং সময় অনুযায়ী আপনার ট্রাকটি পাঠিয়ে দিবেন। 

 

যেকোনো ট্রিপ ধরার ক্ষেত্রে তাই নীচের বিষয়গুলো দেখে নেয়া উচিতঃ

 

  •  ট্রিপের তারিখ এবং সময় 

 

  • ট্রিপের লোড এবং আনলোড পয়েন্ট

 

৩।  ট্রিপের চার্জ

 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রিপের চার্জ। এক্ষেত্রে নীচের বিষয়গুলো বোঝা জরুরীঃ

 

  •  কিছু নির্দিষ্ট ট্রিপে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ থাকতে পারে যা বিড করার পূর্বে দেখতে পাবেন।

 

 

  •  যখন আপনার করা বিডটি পণ্যপ্রেরক গ্রহণ করবেন কেবলমাত্র তখনই ট্রিপের চার্জ আপনার ব্যলেন্সে নেগেটিভ ভাবে দেখাবে।

 

  •  ক্রেডিট লিমিট অর্থাৎ ট্রিপের মোট চার্জের পরিমাণ যখন ২০০ টাকা অথবা তার বেশি হবে তখন থেকে চার্জ আছে এমন ট্রিপ আপনি নিতে পারবেন না। অবশ্য যে ট্রিপগুলিতে কোনো চার্জ নেই সেই ট্রিপ নিতে কোনো অসুবিধা নেই।

 

  •  অ্যাপে পেমেন্ট অপশনে  বিকাশের মাধ্যমে ট্রিপের বকেয়া চার্জ পরিশোধ করার পর পুনরায় সকল ধরনের ট্রিপ নিতে পারবেন। 

 

এই ফিচারগুলো সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে চাইলে দেখে নিতে পারেন নীচের ভিডিওটিঃ

https://youtu.be/_bLySzTKia0

 

“ট্রাক লাগবে” ওনার অ্যাপ ডাউনলোড করুনঃ LINK 

 

এছাড়া কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন নীচের হেল্পলাইনেঃ 

০৯৬৩৮০০০২৪৫

 

অনুসন্ধান
বিভাগ
  • এন্টারপ্রাইজ
  • টিপস
  • ট্রাক অপারেটরের অভিজ্ঞতা
  • ট্রাক লাগবে অ্যাপ
  • ট্রাক লাগবে চ্যাম্পিয়ন্স
  • ট্রাকের প্রকারভেদ
  • নির্বাচিত
  • বাসাবদল সার্ভিস
সাম্প্রতিক পোস্ট
  • [বাসা বদলের চেকলিস্ট] বাসা পরিবর্তনের সময় আপনার করণীয়
  • নতুন ট্রাক লাগবে অ্যাপঃ আকর্ষণীয় সব ফিচার নিয়ে ট্রাক ভাড়ার এক নতুন অভিজ্ঞতা
  • বিশ্ব দৃষ্টি দিবসঃ চক্ষু সমস্যা এড়াতে ট্রাক ড্রাইভার ভাইদের করণীয়
  • দিন বদলে প্রযুক্তিঃ কিভাবে বদলে যাচ্ছে ট্রাক ব্যবসা ও ট্রাক মালিক/চালক ভাইদের জীবন
  • টিপস এন্ড ট্রিক্স: কিভাবে আপনার ব্যবসার লজিস্টিক ব্যবস্থা ঝামেলাহীন ভাবে পরিচালনা করবেন

করোনা ভাইরাস প্রতিরোধে ট্রাক ড্রাইভারদের করনীয়

Previous thumb

দ্রুত বুকিং

Next thumb
Scroll

হটলাইন : +৮৮০ ৯৬৩৮ ০০০ ২৪৫

কপিরাইট © ২০১৯–২০২০ ট্রাক লাগবে লিমিটেড | সর্বস্বত্ব সংরক্ষিত

কুইক লিংকস
  • শর্তাবলী
  • যোগাযোগ
  • ট্রাক স্ট্যান্ড
মেনু
  • ট্রাক অপারেটর
  • সাধারণ জিজ্ঞাসা
  • ব্লগ
ইমেইল সাবস্ক্রিপশন

যেকোনো আপডেট এবং প্রমোশনের খবর পেতে সাবস্ক্রাইব করুন

সোশ্যাল মিডিয়া
  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube
  • LinkedIn
  • WhatsApp