• হোম
  • ট্রাক অপারেটর
  • ব্লগ
  • যোগাযোগ
  • বাংলাবাংলা
    • বাংলাবাংলা
    • EnglishEnglish
  • হোম
  • ট্রাক অপারেটর
  • ব্লগ
  • যোগাযোগ
  • বাংলাবাংলা
    • বাংলাবাংলা
    • EnglishEnglish

নতুন ট্রাক লাগবে অ্যাপঃ আকর্ষণীয় সব ফিচার নিয়ে ট্রাক ভাড়ার এক নতুন অভিজ্ঞতা

  • On November 10, 2020

বাংলাদেশের পণ্য পরিবহণ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ট্রাক লাগবে তার যাত্রা শুরু করে ২০১৭ সালের অক্টোবর মাসে। প্রথম থেকেই নতুন নতুন আপডেটের মাধ্যমে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য ট্রাক ভাড়ার পদ্ধতি সহজতর করে চলেছে ট্রাক লাগবে। গত ৩ বছরে ট্রাক লাগবে অ্যাপের মাধ্যমে পণ্য পরিবহণ ইন্ডাস্ট্রিতে যে সকল উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছেঃ

 

১। দেশের ৬৪ জেলার যেকোনো প্রান্তে ট্রাক ভাড়া করার সুবিধা

 

২। সর্বনিম্ন সময়ের মধ্যে কনফার্ম ট্রাক বুকিং

 

৩। ঢাকা সিটিতে তাৎক্ষনিক পিকআপ ভাড়া করার সুবিধা

 

৪। বিডিং প্রসেসের মাধ্যমে মার্কেটের সেরা রেটে ট্রাক ভাড়ার সুযোগ

 

৫। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল লজিস্টিক সেবা প্রদানের মাধ্যমে  সর্বোচ্চ  ৩০% পর্যন্ত লজিস্টিক খরচ কমিয়ে আনা

 

এরই ধারাবাহিকতায় বর্তমান লজিস্টিক ব্যবস্থাকে আরো কার্যকরী করে তুলতে এবার পুরোপুরি নতুনভাবে সাজানো হয়েছে ট্রাক লাগবে অ্যাপ। গত কয়েক বছরের মার্কেট ফিডব্যাক এর উপর ভিত্তি করে নতুন ভাবে সাজানো এই অ্যাপে কি কি ফিচার রয়েছে চলুন তা জেনে নেইঃ

 

অনায়াসে ব্যবহার উপযোগী নতুন ডিজাইন

 

নতুন এই আপডেটে অ্যাপের ডিজাইনে এসেছে আমূল পরিবর্তন। ট্রিপ তৈরির একদম শুরু থেকে ট্রিপ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনায় রেখে অ্যাপের ইউজার ইন্টারফেসে প্রয়োজনীয় সকল ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার ফলে অ্যাপ হয়ে উঠেছে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি। 

 

ঝামেলাহীন লোকেশন নির্বাচন

 

লোকেশন নির্ধারণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন আপনি গুগল ম্যাপের মতই খুব সহজে যেকোনো স্থান সঠিক ভাবে সিলেক্ট করতে পারবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ পোর্ট এবং লোকেশন সমূহ আলাদা ভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। 

 

এছাড়া আপনার নিয়মিত গন্তব্য এড্রেসবার ব্যবহার করে সেভ করে রাখতে পারবেন যাতে করে বার বার একই লোকেশন আপনাকে সার্চ করতে না হয়।

 

একাধিক স্টপ পয়েন্ট 

 

অনেক ব্যবসা প্রতিষ্ঠানের একই রুটে  ২-৩ জায়গায় মালামাল পৌছে দিতে হয়, তাই একই সাথে কয়েকটি লোকেশন সিলেক্ট করার প্রয়োজন হয়। মার্কেট থেকে প্রাপ্ত তথ্য মতে, প্রায় ১২% ব্যবসায়িক ট্রিপে একের অধিক ড্রপ পয়েন্ট থাকে।

 

এ ধরনের চাহিদার কথা চিন্তা করেই নতুন আপডেটে আমরা একাধিক স্টপ পয়েন্টের সুবিধা যোগ করেছি। এখন পণ্যপ্রেরক পণ্য উঠানো বা নামানোর জন্য এক বা ততোধিক স্টপ-পয়েন্ট অ্যাড করতে পারবেন সরাসরি অ্যাপ থেকে। 

 

নির্ধারিত রেটে ঢাকা সিটিতে পিকআপ ভাড়া করার সুযোগ

 

মালামাল পরিবহণের ক্ষেত্রে মার্কেটে ভাড়া নির্ধারণ বরাবরই হয়ে এসেছে চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ আজকে উত্তরা থেকে পল্টন এ মালামাল পরিবহণ করতে যেই খরচ, আগামীকালকেই সেই খরচ বেড়ে যেতে পারে মার্কেটে পিকআপের চাহিদা বেড়ে গেলে। 

 

তাই অনেক সময়ে প্রয়োজনের তুলনায় বেশি রেটে পিকআপ ভাড়া এতোদিন একটি নিয়মিত সমস্যা ছিল, কিন্তু ট্রাক লাগবে অ্যাপের নতুন এই ভার্সনের মাধ্যমে এখন থেকে সারা ঢাকা সিটিতে নির্ধারিত রেটে পিকআপ ভাড়া করার সুবিধা চালু হয়েছে। এখন থেকে আপনি বাইক এবং কারের মত পিকআপও ভাড়া করতে পারবেন ফিক্সড রেটে। 

 

রাউন্ড ট্রিপ এর সুবিধা

 

অনেক সময়েই একই রুটে মালামাল পোঁছে দেবার পর আবার ফিরে আসতে হয় নতুন কিছু মালামাল নিয়ে, তখন নতুন করে ট্রাক খোঁজা বেশ ঝামেলার। যে কারণে একই সাথে আপ-ডাউন ট্রিপের জন্য ট্রাক ভাড়া করতে পারলে এ সমস্যাটি আর থাকে না।  

 

তাই নতুন আপডেটে রাউন্ড ট্রিপ সিলেক্ট করার সুবিধা রয়েছে এবং এই ট্রিপের ভাড়া মার্কেট রেটের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। 

 

সারাদিনের জন্য ভাড়া করা 

 

বিভিন্ন প্রজেক্টের কাজ, ই-কমার্স, গ্রোসারী ডেলিভারীসহ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত সারাদিনের জন্য পিকআপ ভাড়া করার প্রয়োজন হয়ে থাকে।

 

এখন অ্যাপের মাধ্যমেই এ চাহিদা পূরণ সম্ভব। যে কেউ অ্যাপ থেকে সারাদিনের জন্য ৭ অথবা  ১২ ফিটের পিকআপ ভাড়া করতে পারবেন। তবে এই মূহুর্তে এই সুবিধাটি শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে চালু রয়েছে। 

 

পছন্দের ট্রাক ড্রাইভারের লিস্ট

 

ট্রাক লাগবে সব সময়ই চায় সব পণ্য প্রেরক যেন সর্বোত্তম কাস্টমার সেবা পেয়ে থাকেন। তাই এই লক্ষ্যে নতুন আপডেটে রয়েছে পছন্দের ড্রাইভারকে লিস্টে সেভ করে রাখার সুযোগ। 

 

ট্রিপ সম্পন্ন করার পর যদি নির্দিষ্ট কোন ট্রাক ড্রাইভারের সার্ভিস আপনার ভালো লেগে থাকে তবে আপনি তাকে পছন্দের ড্রাইভার লিস্টে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে ট্রিপ তৈরি করলে আপনার ট্রিপে নেওয়ার ক্ষেত্রে সেই ট্রাক ড্রাইভার অগ্রাধিকার পাবেন। 

 

ঠিক একইভাবে কোনো ড্রাইভারের সার্ভিস আপনার পছন্দ না হলে আপনি তাকে ব্লক করে রাখতে পারবেন। পরবর্তীতে সেই ড্রাইভার আপনার কোনো ট্রিপ নিতে পারবেন না। 

 

এছাড়াও মালামাল ওজনে বেশি হলে তা আলাদাভাবে জানিয়ে দেওয়ার সুযোগ, বেশি লম্বা বা ভঙ্গুর পণ্যের অপশন সিলেক্ট করার সুবিধা এবং লেবার সুবিধাসহ  অন্যান্য আরো বেশ কিছু অপশন যোগ করা হয়েছে নতুন এই আপডেটে, যা পণ্য-প্রেরকদের জন্য ট্রাক ভাড়ার অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যময় করতে সহায়ক হবে।

 

ট্রাক ভাড়ার সেরা অভিজ্ঞতা উপভোগের জন্য “ট্রাক লাগবে” অ্যাপের নতুন ভার্সনটি এখনই ডাউনলোড করুন-

play store icon

অনুসন্ধান
বিভাগ
  • এন্টারপ্রাইজ
  • টিপস
  • ট্রাক অপারেটরের অভিজ্ঞতা
  • ট্রাক লাগবে অ্যাপ
  • ট্রাক লাগবে চ্যাম্পিয়ন্স
  • ট্রাকের প্রকারভেদ
  • নির্বাচিত
  • বাসাবদল সার্ভিস
সাম্প্রতিক পোস্ট
  • ট্রাক চালক ভাইদের জন্য জীবন বিমা গ্রহণের সুবিধাঃ কি, কেন ও কিভাবে
  • লোকেশন ট্র্যাকিংঃ যেভাবে ‘ট্রাক লাগবে’ অ্যাপে আপনার ট্রাকের লোকেশন ট্র্যাক করবেন
  • ব্যাবসায়িক প্রয়োজনে ব্যাংক একাউন্ট খোলার পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী
  • ব্যাচেলর বাসা বদলঃ যে ৬ টি বিষয় শিফটিং এর আগে জেনে রাখা জরুরী
  • [বাসা বদলের চেকলিস্ট] বাসা পরিবর্তনের সময় আপনার করণীয়

বিশ্ব দৃষ্টি দিবসঃ চক্ষু সমস্যা এড়াতে ট্রাক ড্রাইভার ভাইদের করণীয়

Previous thumb

[বাসা বদলের চেকলিস্ট] বাসা পরিবর্তনের সময় আপনার করণীয়

Next thumb
Scroll

হটলাইন : +৮৮০ ৯৬৩৮ ০০০ ২৪৫

কপিরাইট © ২০১৯–২০২০ ট্রাক লাগবে লিমিটেড | সর্বস্বত্ব সংরক্ষিত

কুইক লিংকস
  • শর্তাবলী
  • যোগাযোগ
  • ট্রাক স্ট্যান্ড
মেনু
  • ট্রাক অপারেটর
  • সাধারণ জিজ্ঞাসা
  • ব্লগ
ইমেইল সাবস্ক্রিপশন

যেকোনো আপডেট এবং প্রমোশনের খবর পেতে সাবস্ক্রাইব করুন

সোশ্যাল মিডিয়া
  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube
  • LinkedIn
  • WhatsApp