
কিভাবে আগে থেকেই শিডিউল করে “ট্রাক লাগবে” অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করবেন?
- On June 15, 2020
আপনার নিজস্ব কোম্পানি বা ব্যবসার জন্য যদি নিয়মিত ট্রাক ভাড়ার দরকার হয়, তাহলে নিশ্চয়ই এই সমস্যা গুলি আপনার জন্য খুবই পরিচিত-
- সময়মত ট্রাক না পাওয়া
- মার্কেট রেটের তুলনায় বেশি ভাড়া
- মধ্যসত্ত্বভোগীর দৌরাত্ব্য
- জরুরী পণ্য পরিবহণের সময় ট্রাকের অবস্থান বা কখন পণ্য পৌছাবে তার নিয়মিত আপডেট না পাওয়া
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য পরিবহণের ক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধান দিচ্ছে “ট্রাক লাগবে”।
[আপনি যদি নির্দিষ্ট রেটে পিকআপ ভাড়া করতে চান তাহলে এই ব্লগ থেকে বিস্তারিত জেনে নিন]
এখন চলুন জেনে নেই কিভাবে দেশের যেকোনো জায়গা থেকে আপনার পছন্দ অনুযায়ী রেটে “ট্রাক লাগবে” অ্যাপ থেকে ট্রাক ভাড়া করবেনঃ
- 1. প্লে স্টোর থেকে “ট্রাক লাগবে” অ্যাপটি ডাউনলোড করুন
- ২। আপনার মোবাইল নাম্বার দিন
- ৩। সেই নম্বরে যাওয়া ওটিপি কোড টি দিয়ে অ্যাপে প্রবেশ করুন
- ৪। লোড লোকেশন অর্থাৎ কোথায় থেকে পণ্য পিকআপে তুলবেন সেই লোকেশন দিন
- ৫। আনলোড লোকেশন অর্থাৎ কোথায় পণ্য নিয়ে যাবেন সেই লোকেশন সিলেক্ট করুন
- ৬। আপনার মালামাল পরিবহণের জন্য কত টনের ট্রাক দরকার তা নির্বাচন করুন
- ৭। লম্বায় কত ফিট ট্রাক দরকার তা সিলেক্ট করুন
- ৮। কি ধরনের চান, খোলা, কাভার্ড নাকি যেকোনো একটা হলেই হবে তা সিলেক্ট করুন
- ৯। কত তারিখের জন্য আপনি ট্রাক বুক করতে চান তা জানান। ( আপনি ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৩ দিন পূর্বে ট্রাক লাগবে অ্যাপে ট্রাক বুক করে রাখতে পারবেন )
- ১০। নির্ধারিত তারিখের কোন সময়ে আপনার ট্রাক দরকার তা সিলেক্ট করুন
- ১১। কি ধরনের মালামাল পরিবহণ করবেন তা জানিয়ে দিন
আপনার পোস্ট করা ট্রিপটি ট্রাক মালিকগণ দেখতে পাবেন এবং তারা এভাবে বিড করে ভাড়া জানাবেন
সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ভাড়া গ্রহণ করে আপনি সরাসরি ট্রাক মালিক/ড্রাইভারের সাথে কথা বলে ট্রাক ভাড়া করতে পারবেন।
অ্যাপে বিডিং এর মাধ্যমে ট্রাক ভাড়া করার সুবিধা হল, অনেকে সরাসরি ভাড়া জানায় বলে আপনার বাজেট অনুযায়ী ট্রাক ভাড়া করা এখানে খুবই সহজ।
ট্রাক ভাড়া করার বিষয়ে আরও বিস্তারিত জানতে কল করুনঃ 09638000245
ডাউনলোড করে নিন ট্রাক লাগবে অ্যাপ