
৭ টন ট্রাক
- On April 8, 2019
বড় ব্যবসায়ীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল পণ্যের পরিবহণ সংক্রান্ত কাজে ৭ টনের ট্রাক ব্যবহার করে থাকেন। ট্রাকগুলোতে যেমন ভারী মালামাল পরিবহণ করা যায় তেমনি ভালো ব্র্যান্ডের ৭ টনি ট্রাকে পণ্যের নিরাপত্তাও নিশ্চিত হয়। মূলত এই ক্যাটাগরি থেকেই ভারী ট্রাকগুলোর বহর শুরু হয়। দেশে ৭ টনি ট্রাকের যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড হচ্ছেঃ টাটা, ইসুজু ইত্যাদি।