• হোম
  • ট্রাক অপারেটর
  • ব্লগ
  • যোগাযোগ
  • বাংলাবাংলা
    • বাংলাবাংলা
    • EnglishEnglish
  • হোম
  • ট্রাক অপারেটর
  • ব্লগ
  • যোগাযোগ
  • বাংলাবাংলা
    • বাংলাবাংলা
    • EnglishEnglish

ট্রাক ভাড়া করার আগে যে ৭টি বিষয় জানা প্রয়োজন

  • On July 24, 2020

পণ্য পরিবহণের ক্ষেত্রে এখন সারা বিশ্বে একটি প্রধান মাধ্যম হচ্ছে ট্রাক। বর্তমানে বাংলাদেশের সব রুটেই ট্রাকের চলাচল রয়েছে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য দ্রব্য থেকে শুরু করে আশে পাশে যা কিছু দেখি তা সবই কখনও না কখনও ট্রাকের মাধ্যমেই পরিবহণ হয়েছে। 

 

তাই আমাদের অনেকেরই কখনও না কখনও ট্রাক ভাড়া প্রয়োজন হয়েছে বা পরবর্তীতে ভাড়া করার প্রয়োজন হতে পারে। এজন্য অবশ্যই সবার জেনে রাখা দরকার ট্রাক ভাড়া করার আগে কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন, যেন এ সম্পর্কে অজ্ঞ থাকায় ভুল পদক্ষেপ নেয়া না হয়। তাহলে  জেনে নিন এমন ৭টি বিষয় সম্পর্কেঃ 

 

১। কি ধরনের এবং কত বড় ট্রাক বা পিকআপ প্রয়োজন 

 

আপনার মালামাল এর পরিমাণ অনুযায়ী কি ধরনের বা কত বড় ট্রাক দরকার তা অবশ্যই জেনে রাখা প্রয়োজন, এ সম্পর্কে জানা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে-

 

  • ভুল সাইজের ট্রাক ভাড়া করায় শেষ সময়ে আবার নতুন করে ট্রাক খুঁজতে হতে পারে

 

  • বৃষ্টির পানি বা অন্য কোন কারণে পণ্য যেন নষ্ট না হয় তাই স্পর্শকাতর কিছু পণ্য পরিবহণের সময় কাভার্ড ভ্যান এর দরকার হয়, এসময় ভুলে খোলা ট্রাক ভাড়া করলে পণ্যের ক্ষতি হতে পারে 

 

  • পণ্যের পরিমাণ বা সাইজ অনুযায়ী ছোট বা বেশি বড় ট্রাক ভাড়া করলে খরচ বেশি হওয়ার সম্ভাবনা থাকে

 

এ হয়রানির যেনো শিকার হতে না হয় তাই আগে থেকেই কি ধরনের ট্রাক প্রয়োজন তা সম্পর্কে ভালো ধারনা থাকা প্রয়োজন । 

 

২। ট্রাকের ভাড়া সম্পর্কে ধারনা 

 

পণ্য পরিবহণের আগে অবশ্যই যে রুটের জন্য ট্রাক ভাড়া করতে চাচ্ছেন সে রুটের ভাড়া সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। ট্রাক ভাড়া প্রতিনিয়ত মার্কেটের অবস্থা এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তন হয়। তাই ট্রাক ভাড়া কনফার্ম করার আগে মার্কেট রেট সম্পর্কে অবশ্যই জেনে নিন। 

 

৩। কিভাবে ট্রাক ভাড়া করবেন তা ঠিক করুন

 

ট্রাক ভাড়া করার আগে কিভাবে ট্রাক ভাড়া করবেন তাও নিশ্চিত হয়ে নিন। আমাদের দেশে বর্তমানে ট্রাক ভাড়া করার বেশ কিছু মাধ্যম রয়েছে। গতানুগতিক ভাবে আপনি ট্রাক স্ট্যান্ড, ট্রান্সপোর্ট বা মধ্যসত্ত্বভোগীর মাধ্যমে ট্রাক বা পিকআপ ভাড়া করতে পারবেন। তবে এখন টেকনোলজির ব্যবহারের সাথে সাথে ট্রাক ভাড়ায় “ট্রাক লাগবে” অ্যাপের ব্যবহার হয়ে উঠেছে জনপ্রিয়। আপনি চাইলে ঘরে বসেই এখন ভাড়া করতে পারবেন আপনার প্রয়োজনীয় ট্রাক বা পিকআপ। সকল ট্রাক ভেরিফাইড হওয়ায় এই অ্যাপ হয়ে উঠেছে অন্য সকল মাধ্যমের তুলনায় আরো বেশি সুরক্ষিত।

 

৪। মালামালের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া

 

সাধারণত ব্যবসায়িক যেকোনো প্রয়োজনে ট্রাক ভাড়ার ক্ষেত্রে শিপারগণ অবগত থাকেন তাদের ট্রাক ভাড়ার চাহিদা সম্পর্কে। দীর্ঘদিন ধরে পণ্য পরিবহণের সাথে কানেক্টেড থাকায় তাদের এ ক্ষেত্রে কোনো সমস্যায় পরতে হয় না।

 

তবে এ ধরনের সমস্যায় পরেন যিনি প্রথমবারের মত ট্রাক ভাড়া করছেন অথবা বাসা পরিবর্তন করছেন। বাসা বদলের ক্ষেত্রে, মালামাল কি পরিমাণ রয়েছে এবং ভাড়ী মালামালগুলো লম্বায় কত ফিট তা আগে থেকেই কনফার্ম হয়ে নিন। এই বিষয়ে সঠিক ভাবে সকল মালামালের লিস্ট করে না রাখায় অনেক সময়ই একই ট্রাকে দুইবার পণ্য পরিবহণ করতে হয় অথবা পুনরায় নতুন করে ট্রাক বা পিকআপ খুঁজতে হয়।

 

৫। ট্রাক মালিককে লোড এবং আনলোড পয়েন্ট সম্পর্কে ভালোভাবে অবগত করা

 

আপনার পণ্য কোন জায়গা থেকে ট্রাকে উঠবে এবং কোথায় নামবে তা ভালোভাবে ট্রাক মালিক বা ড্রাইভারকে প্রথমেই জানিয়ে রাখুন। অনেক সময় বিস্তারিত ঠিকানা না জানানোয় অপেক্ষাকৃত বেশি দূরুত্ব হবার কারণে ট্রাক মালিক বা ড্রাইভার বেশি ভাড়া দাবী করে থাকেন। তাই এ বিষয়ে ট্রাক ভাড়া করার সময়েই বিস্তারিত জানিয়ে দিন। 

 

৬। কি ধরনের লেবার সাপোর্ট প্রয়োজন তা নিশ্চিত হওয়া 

 

আপনার মালামালের পরিমাণ এবং ধরণ অনুযায়ী, মালামাল ট্রাক বা পিকআপ থেকে উঠানো-নামানোয় লেবার এর প্রয়োজন হবে কিনা এবং প্রয়োজন হলে সে ক্ষেত্রে কতজন লেবার দরকার হবে তা আগে থেকে ঠিক করে নিন। এছাড়া কোন ইলেকট্রিক মিস্ত্রি বা এ ধরনের কোন টেকনিশিয়ান লাগবে কিনা তাও নিশ্চিত হয়ে নিন। এ ক্ষেত্রে সহায়তার জন্য সরাসরি আমাদের ফেসবুকে পেজ বা কাস্টোমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। 

 

[ট্রাক লাগবে ঢাকা সিটিতে পিকআপ ভাড়া করার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী লেবার সার্ভিস প্রদান করে] 

 

৭। ট্রিপের আগে ড্রাইভারের সাথে কথা বলা

 

নির্দিষ্ট দিনে ট্রিপের আগেই ট্রাক মালিক বা ড্রাইভার ভাইকে ফোন করে আপনার ট্রিপের ব্যাপারে রিমাইন্ডার দিয়ে রাখুন। বিশেষ করে ট্রিপের নির্দিষ্ট সময়ের ১-২ ঘন্টা আগে কথা বলে সঠিক সময়ে ট্রাকের উপস্থিতি নিশ্চিত করুন।

 

অনেক ক্ষেত্রেই উপরল্লেখিত বিষয়গুলো না জানার কারণে, ট্রাক ভাড়ার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা সুখকর হয় না। তাই যেন সুষ্ঠ ভাবে ট্রাক বা পিকআপ ভাড়া করা সম্ভব হয় এবং হয়রানি মুক্ত থাকা যায় সে জন্য, ট্রাক ভাড়ার পূর্বে এ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন।

 

ট্রাক ভাড়ার পূর্বে এ বিষয়গুলি সম্পর্কে নিশ্চিত হতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০৯৬৩৮০০০২৪৫ আর আপনার ট্রাক ভাড়া ঝামেলাহীন করতে এখনই ডাউনলোড করে নিন “ট্রাক লাগবে” অ্যাপ-

google play png log- truck lagbe app link

 

অনুসন্ধান
বিভাগ
  • এন্টারপ্রাইজ
  • টিপস
  • ট্রাক অপারেটরের অভিজ্ঞতা
  • ট্রাক লাগবে অ্যাপ
  • ট্রাক লাগবে চ্যাম্পিয়ন্স
  • ট্রাকের প্রকারভেদ
  • নির্বাচিত
  • বাসাবদল সার্ভিস
সাম্প্রতিক পোস্ট
  • ট্রাক চালক ভাইদের জন্য জীবন বিমা গ্রহণের সুবিধাঃ কি, কেন ও কিভাবে
  • লোকেশন ট্র্যাকিংঃ যেভাবে ‘ট্রাক লাগবে’ অ্যাপে আপনার ট্রাকের লোকেশন ট্র্যাক করবেন
  • ব্যাবসায়িক প্রয়োজনে ব্যাংক একাউন্ট খোলার পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী
  • ব্যাচেলর বাসা বদলঃ যে ৬ টি বিষয় শিফটিং এর আগে জেনে রাখা জরুরী
  • [বাসা বদলের চেকলিস্ট] বাসা পরিবর্তনের সময় আপনার করণীয়

টপ ড্রাইভার হয়ে জিতুন ফ্রি জীবানুমুক্তকরণ সার্ভিস

Previous thumb

যে ৫টি উপায়ে ডিজিটাল লজিস্টিকস সার্ভিস আপনার ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতে পারে

Next thumb
Scroll

হটলাইন : +৮৮০ ৯৬৩৮ ০০০ ২৪৫

কপিরাইট © ২০১৯–২০২০ ট্রাক লাগবে লিমিটেড | সর্বস্বত্ব সংরক্ষিত

কুইক লিংকস
  • শর্তাবলী
  • যোগাযোগ
  • ট্রাক স্ট্যান্ড
মেনু
  • ট্রাক অপারেটর
  • সাধারণ জিজ্ঞাসা
  • ব্লগ
ইমেইল সাবস্ক্রিপশন

যেকোনো আপডেট এবং প্রমোশনের খবর পেতে সাবস্ক্রাইব করুন

সোশ্যাল মিডিয়া
  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube
  • LinkedIn
  • WhatsApp