
৫ টন ট্রাক
- On April 8, 2019
‘সমগ্র বাংলাদেশ ৫ টন’ – কে না শুনেছি এই স্লোগান। একটা সময় সারা বাংলাদেশ জুড়েই ছড়িয়ে ছিল এই স্লোগান। ৫ টন ট্রাকের চাহিদাও ছিল বেশি। এখনও ব্যবসায়িক কাজে মালামাল পরিবহণে এই ট্রাকগুলোর চাহিদা বেশ। মাঝারি আকৃতির এই ৫ টন ক্যাটাগরির ট্রাকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্যান্ড হচ্ছেঃ ইসুজু, টাটা, আইসার, বেডফোর্ড ইত্যাদি। এরমধ্যে বেডফোর্ড ব্র্যান্ডের কথা আলাদাভাবে বলতেই হয়। সেই ১৯৫০ সাল থেকে বেডফোর্ড ব্র্যান্ডের ট্রাকগুলো বাজারে টিকে আছে।