
৩ টন ট্রাক
- On April 8, 2019
বাসাবাড়ির মালামাল বেশি হলে জিনিসপত্র পরিবহণে মাঝারি মানের ট্রাকের প্রয়োজন দেখা দেয়। বিশেষ করে এক জেলা থেকে আরেক জেলায় পরিবহণ করার ক্ষেত্রে ৩ টনের ট্রাকগুলোর চাহিদা বেশি থাকে। এছাড়া ব্যবসায়িক জিনিসপত্র পরিবহণের ক্ষেত্রেও এই ট্রাকগুলো যে কেউ ব্যবহার করতে পারে। এককথায় ৩ টনের ট্রাককে বলা যায় ‘অলরাউন্ডার’ ট্রাক। বাজারে ৩ টনি ট্রাকের জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম হলঃ আইসার, মাহিন্দ্রা, টাটা, মিতসুবিশি, জেএমসি ইত্যাদি।