
১৫ টন ট্রাক
- On April 8, 2019
বড় ইন্ডাস্ট্রিগুলোতে শিপমেন্টের কাজে ১৫ টনের ট্রাক বেশি ব্যবহৃত হয়। ইন্ডাস্ট্রির ব্যবসায়িক পণ্য ও ভারী মালামাল পরিবহণে এই ট্রাকগুলো উপর আস্থা রাখা যায়। বাংলাদেশে ভারী ও বড় শিপমেন্টের ক্ষেত্রে অন্যান্য ট্রাকগুলোর চেয়ে এই ১৫ টনি ট্রাকের চাহিদা ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই ক্যাটাগরির জনপ্রিয় ব্র্যান্ডগুলো হলঃ আইসার, টাটা, অশোক লেলান্ড ইত্যাদি।