
১ টন ট্রাক
- On April 8, 2019
মূলত পণ্য পরিবহণের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই মার্কেটে ভিন্ন ভিন্ন ট্রাকের উপযোগিতা তৈরি হয়। বাংলাদেশের মার্কেটে ভারী, মাঝারি, হালকা পণ্য পরিবহণের ব্যাপারটি মাথায় রেখে ভিন্ন ভিন্ন ট্রাক পাওয়া যায়। ‘ট্রাক লাগবে’ও তাদের নিবন্ধিত ট্রাকগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ও রকমের ট্রাক অন্তর্ভুক্ত করেছে। ১ টনের ট্রাকগুলো হচ্ছে ‘ট্রাক লাগবে’ বহরের নিবন্ধিত ট্রাকগুলোর মধ্যে সবচেয়ে ছোট আকৃতির ট্রাক। শিপার কিংবা পণ্য প্রেরকরা তাদের ন্যুনতম চাহিদা মেটাবার জন্য এই ট্রাকগুলো ব্যবহার করে থাকে। মূলত ছোটখাট ব্যবসায়িক পণ্য পরিবহণের ক্ষেত্রেই এই ট্রাকগুলো ব্যবহার করা হয়। বাজারে বেশ কিছু ব্র্যান্ডের ১ টনি ট্রাক রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হচ্ছে টাটা, মাহিন্দ্রা, টয়োটা ইত্যাদি।