
১.৫ টন ট্রাক
- On April 8, 2019
পণ্য প্রেরক মূলত তার জিনিসপত্রের সুরক্ষা ও সার্বিক দিক বিবেচনা করেই ট্রাক বাছাই করে থাকে। বিভিন্ন ধরনের ও সাইজের ট্রাক বাছাই করার কারনও তাই। আলোচ্য ১.৫ টনি ট্রাকগুলো ১ টনি ট্রাকের চেয়ে সামান্য বড় হয়ে থাকে। পণ্য প্রেরক তার প্রয়োজন অনুযায়ীই এই ধরণের ট্রাক বাছাই করে থাকে। এই ট্রাকগুলোও ছোটখাট মালামাল বা ব্যবসায়িক পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যবহার করা যায়। বাজারে ১.৫ টনি ট্রাকের বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হচ্ছে– টাটা, ইসুজু, টয়োটা ইত্যাদি।